সিদ্ধিরগঞ্জে ভাশুরের বটির কোপে নারীর কব্জি বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১২
অ- অ+
বামে আহত সাবিনা, ডানে অভিযুক্ত ভাশুর মানিক মিয়া(ছবি-সংগৃহীত)।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাশুর মানিক মিয়ার ধারালো বটির কোপে সাবিনা (৩৫) নামের এক নারীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকায় ঘটনা ঘটে।

আহত সাবিনা ওই এলাকার ওমর মিয়ার স্ত্রী। অন্য আহতরা হলেন-ওমর মিয়ার বোন চাদঁনী ইতি। আহত সাবিনা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পিজি) মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনায় ভাশুর মানিক মিয়া (৪০) তার ছোট ভাই সুমন মিয়ার স্ত্রী ফাতেমাকে (৩২) আটক করেছে পুলিশ।

জানা যায়, মধ্য সানারপাড় এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মানিক মিয়া সুমন মিয়ার সঙ্গে ওমর মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, উক্ত ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/০৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
ঈদুল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের
আমি ওয়েস্টার্ন পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করি: মিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা