সাড়ে ৪৫টন ভারতীয় পেঁয়াজসহ ৮ চোরাকারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৭
অ- অ+

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে চোরাই পথে আনা প্রায় সাড়ে ৪৫ টন ভারতীয় পেঁয়াজসহ ৮ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া পেঁয়াজের বাজারমূল্য আনুমানিক এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সুনামগঞ্জের আব্দুজ জহুর এলাকা থেকে এসব পেঁয়াজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইলের লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রামের কবির মোল্লার ছেলে আজিম মোল্লা (২৩), একই থানার মোছড়া (উত্তরপাড়া) গ্রামের ইলিয়াস শেখের ছেলে মো. জসিম শেখ (৩০) ও ওয়াসিম শেখ (২৭), হবিগঞ্জের বাহুবল থানার দক্ষিণ ডুবা গ্রামের মো. সমছু মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২১), বগুড়ার শিবগঞ্জ থানার উতলি দাশপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র দাশের ছেলে বিজল চন্দ্র দাশ (২৯), সাতক্ষীরার কলারুয়া থানার দক্ষিণ দিঘং গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান বুলবুল (৩২), সুনামগঞ্জের তাহিরপুর থানার তরং শ্রীপুর গ্রামের মৃত মোশাররফ মিয়ার ছেলে মো. মিলন (২১) ও সুনামগঞ্জ সদর থানার পশ্চিম তেঘরিয়া গ্রামের মৃত আরাফাত উল্লার ছেলে রহমত উল্লা (৪৪)।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, জব্দকৃত ভারতীয় পেঁয়াজের আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারায় সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় পেঁয়াজভর্তি ৬টি ট্রাক ও একটি পিকআপসহ ৮ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(ঢাকা টাইমস/০৯ফেব্রুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা