কাল আখেরি মোনাজাত, শনিবার মধ্যরাত থেকে গণপরিবহন বন্ধ

টঙ্গী-পূবাইল ( গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৮| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪০
অ- অ+

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রবিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে। এ জন্য ইজতেমা এলাকায় শনিবার দিবাগত রাত ১২টা থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মাহবুব আলম।

শনিবার দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানে স্থাপিত বিদেশি মেহমানদের জন্য তৈরি করা গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা বলেন জিএমপি কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

জিএমপি কমিশনার বলেন, ইজতেমার মুরব্বিদের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, আগামীকাল রবিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত করবেন।

৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে রবিবার আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ভিডিপি অ্যাডভান্সড কোর্স’ তৃণমূল আনসারে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলবে: মহাপরিচালক
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
জুবাইদা রহমান ফিরোজা থেকেই হাসপাতালে যাবেন মাকে দেখতে
মেঘনা ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা