দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১০
অ- অ+

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বের আখেরি মোনাজাত আজ। আখেরি মোনাজাতকে ঘিরে গতকাল শনিবার থেকে মুসল্লিদের সমাগমে কানায় কানায় ভরে ওঠে ইজতেমা ময়দান। ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হওয়ার পর রাস্তার দুই পাশেও মুসল্লিদের অবস্থান করতে দেখা গেছে। অব্যাহত ছিল মুসল্লিদের আগম।

গতকাল দিনব্যাপী বয়ান শুনে ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পার করেছিলেন মুসল্লিা।

আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে ইজতেমার (শুরায়ে নেজামের) আখেরি মোনাজাত।

এই মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা ৫৭তম বিশ্ব ইজতেমা।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

বিদেশি মেহমান: দ্বিতীয় পর্বে শনিবার বিকাল পর্যন্ত প্রায় ৬২টি দেশের ৭ হাজার ৮শ ৪৮জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে অবস্থান করছেন বলে জানিয়েছে আয়োজক কমিটি। ইজতেমা ময়দানের কামারপাড়া সেতুসংলগ্ন একটি বিশাল তাঁবুতে তাদের রাখা হয়েছে। এসব বিদেশি মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসি ক্যামেরায় বিদেশিদের প্রতিটি খিত্তা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

যৌতুকবিহীন ১৪টি বিয়ে : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন গতকাল শনিবার বাদ আসর বয়ানের পর যৌতুকবিহীন ১৪টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। মূল বয়ান মঞ্চে বিয়ে পড়ান পাকিস্তানের তবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা ওসমান সাহেব। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম। পারস্পরিক সম্মতিতে বরেরা মূল বয়ান মঞ্চের সামনে উপস্থিত হন আর কনেরা নিজেদের গৃহে অবস্থান করেন। বিয়ে শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে খুরমা খেজুর বিতরণ ও দোয়া করা হয়।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
ঈদুল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের
আমি ওয়েস্টার্ন পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করি: মিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা