দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়নমূলক কাজ করছে সেনাবাহিনী: সেনাপ্রধান

কক্সবাজার জেলা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৪| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৭
অ- অ+
বিভিন্ন প্রকল্প উদ্বোধন করছেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ।

দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সেনাবাহিনী উন্নয়নমূলক কাজও করছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ।

রবিবার রামু ১০ পদাতিক ডিভিশন কক্সবাজার এরিয়া পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এর বাইরেও সেনাবাহিনী অনেক উন্নয়নমূলক কাজ করে আসছে। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বিভিন্ন দুর্যোগ মোকাবিলায়ও সেনাবাহিনী কাজ করে বলে জানান তিনি।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সম্মান মর্যাদার সঙ্গে কাজ করছে জানিয়ে সেনাপ্রধান বলেন, দীর্ঘদিন ধরে আমরা জাতিসংঘে এক নম্বর সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে কাজ করছি।

এর আগে রামু ১০ পদাতিক ডিভিশন কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন তিনি।

এসময় কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনাধীন রেস্ট হাউজ জলতরঙ্গের বর্ধিতাংশ, রামু সেনা পরিবার কল্যাণ সমিতি সৈনিক ক্লাব কমপ্লেক্স উদ্বোধন করেন তিনি। এছাড়াবে ওয়াচপ্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এসব প্রকল্প উদ্বোধন পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ।

এসময় সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাসহ ১০ পদাতিক ডিভিশনের জিওসি কক্সবাজারের এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা