ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে চাচা মকবুল হোসেন বাদশা (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়া পুটল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মকবুল হোসেন বাড়িতে কাজ করছিলেন। এসময় ভাতিজা ইয়াসিন ইসলাম করিম পেছন থেকে আম গাছের লাঠি দিয়ে চাচা মকবুলের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ইয়াসিনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার ও ইয়াসিনকে গ্রেপ্তার করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত নিহতের ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে।
(ঢাকা টাইমস/১৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন