পূবাইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১১
অ- অ+

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের হারবাইদ দারুল উলুম ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হারবাইদ দারুল উলুম ফাজিল মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ এম জাহিদ আল মামুন।

অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আলমগীর হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি, পূবাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাইয়ুম খান, মেঘনা টেক্সটাইল মিলের পরিচালক সালাউদ্দিন সরকার, সাবেক কাউন্সিলর বজলুর রহমান বাছির, ৪২ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক শাহিনুল ইসলাম শাহীন, আল আমিন ভূঁইয়া সহ প্রমুখ।

(ঢাকা টাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা