শাকিব খানের ‘প্রিয়তমা’ এবার সিয়ামের

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৪
অ- অ+

গত বছর শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমাটি করে দুই বাংলায় জনপ্রিয়তা পেয়েছেন টলিউড নায়িকা ইধিকা পাল। এরপর তিনি চুক্তিবদ্ধ হয়েছেন শরীফুল রাজের বিপরীতে ‘কবি’ সিনেমায়। সেটির কাজ শুরুর আগে বাংলাদেশের আরও একটি সিনেমায় কাজ করতে চলেছেন ইধিকা।

জানা গেছে, সিনেমাটির নাম ‘সিকান্দার’। এটি পরিচালনা করবেন তামিম রহমান। প্রেম ও সংকটের গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। যৌথভাবে এর গল্প লিখেছেন তামিম রহমান, সরদার সানিয়াত ও অনন্য মামুন। সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক তামিম রহমান।

‘সিকান্দার’-এ নাম ভূমিকায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। অর্থাৎ, শাকিব খানের ‘প্রিয়তমা’ ইধিকা এবার তার বিপরীতে। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক তামিম রহমান। তিনি বলেন, ‘দুজনের সঙ্গে কয়েকবার বসা হয়েছে। গল্প শুনেছেন। কাজটি করার জন্য দুজনই রাজি। তারা শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন।’

চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, ‘গল্প শুনেছি। ভালো লেগেছে। সিনেমার নাম ভূমিকায় আমার অভিনয় করার কথা। শুনেছি, রোজার ঈদে মুক্তির জন্য তাড়াতাড়িই শুটিং করতে চান পরিচালক। এখন শিডিউল নিয়ে একটু ঝামেলায় আছি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে কাজটি করছি।’

শুটিং ও মুক্তি নিয়ে পরিচালক তামিম বলেন, ‘শিডিউল নিয়ে একটু সমস্যা আছে। যদি কোনো কারণে মার্চের শুরুতে শুটিং শুরু করতে না পারি, তাহলে ঈদুল ফিতরে মুক্তি সম্ভব হবে না। তখন ঈদুল আজহায় মুক্তি দেব। তবে ঈদুল ফিতরের আগেই শুটিং শেষ করতে চাই।’

এই সিনেমার নায়িকা ইধিকা বর্তমানে ব্যস্ত আছেন তার শহর কলকাতায় ‘খাদান’ নামে একটি সিনেমার শুটিংয়ে। এটির কাজ শেষ হলেই তিনি ‘সিকান্দার’-এর কাজের জন্য বাংলাদেশে আসবেন বলে জানান পরিচালক তামিম রহমান। এরপরই সিয়াম-ইধিকাকে নিয়ে শুরু হবে শুটিং।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি
শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ
ইরানে দখলদার ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৬৩৯
‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ শুক্রবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা