ভারতের আরও তিনটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাকড

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৪, ০০:২৯| আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০০:৩৭
অ- অ+

নতুন করে ভারতের আরও তিনটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট অচল করে দিয়েছে হ্যাকাররা। বৃহস্পতিবার বিকালের দিকে দেশটির পুলিশ, সেনাবাহিনী এবং পেমেন্ট গেটওয়ে ‘ভারতপে’ নিজেদের দখলে নেয় হ্যাকারগোষ্ঠী।

হ্যাকিংয়ের শিকার ওয়েবসাইটগুলোর মধ্যে ভারতীয় পুলিশের ওয়েবসাইট হ্যাক করেছে সাইবার ৭১। তবে ভারতীয় সেবাহিনীর ওয়েবসাইট এবং ‘ভারতপে’র ওয়েবসাইট কে বা কারা হ্যাক করেছে তা জানা সম্ভব হয়নি। এই তিনটি ওয়েবসাইটের একটি সাইটেও এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত প্রবেশ করা যায়নি। আক্রান্ত ওয়েবসাইট ফিরিয়ে আনতে সাইটগুলোর ডোমেইন ডাউন করে রাখতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশি হ্যাকাররাই বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে এমন হামলা করছে।

এদিকে ভারতের ত্রিপুরায় অবস্থিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের গেট স্বয়ংক্রিয়ভাবে (আপনা-আপনি) খুলেছে বলে দাবি করেছেন সেখানকার বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং। আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার মহাকরণে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

এর আগে হ্যাক হয় ভারতের গণমাধ্যম জি মিডিয়ার ওয়েবসাইট। গত বুধবার দিবাগত রাত দেড়টার পর ওয়েবসাইটে প্রবেশ করে স্বাভাবিক তথ্যের পরিবর্তে বাংলাদেশের বন্যা নিয়ে একাধিক বার্তা দেখতে পাওয়া যায়। তখন ওয়েবসাইটটিতে লেখা ছিল, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে আরও নোংরামি করা হলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করা হবে।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান জিতলে বাংলাদেশ জিতবে: প্রস্তুতি সভায় এস এ সিদ্দিক সাজু
কুমিল্লায় যুবলীগ সভাপতি ওমানী কাশেম গ্রেপ্তার
উত্তরা ইউনিভার্সিটিতে পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড অনুষ্ঠিত
বেনাপোলে ১৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা