বদলগাছীতে নারীর গলাকাটা লাশ উদ্ধার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৪, ২০:৪৮
অ- অ+

নওগাঁর বদলগাছীতে আফরোজা (৬০) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর দুইটায় ওই নারীর শয়নকক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত আফরোজা উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নয়ন শহর গ্রামের আজাহার আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজাহার আলীর দুই ছেলে সন্তান আছে। বড় ছেলে এবং স্বামী সকালে খাবার খেয়ে কৃষি কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যায়। ছোট ছেলে প্রতিবন্ধী হওয়ায় বাহিরে খেলাধুলা করছিল। সেই সুবাদে বাড়িতে একা ছিল আফরোজা বেগম। স্থানীয়রা দুপুর নাগাদ সাড়াশব্দ না পেয়ে বাড়িতে গিয়ে শয়নকক্ষে গলাকাটা রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে থাকতে পারে। আবার কেউ কেউ বলছেন এর আগেও একবার আফরোজা আত্মহত্যার চেষ্টা করেছিল।

এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে হত্যা না কি আত্মহত্যা।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা