ত্রাণ নিয়ে বন্যার্তদের দ্বারে দ্বারে ছাত্রদল, ব্যক্তি-সংগঠন-প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত তৎপরতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১১:৫০ | প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৪, ০০:৪৫

ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে। বন্যা সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করেছে ফেনীতে। শুক্রবার (২৩ আগস্ট) ফেনীর বিভিন্ন এলাকায় বন্যার্তদের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দিয়েছে ছাত্রদল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ফেনীতে বন্যার্তদের ত্রাণ বিতরণ করা হয়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ স্থানীয় জেলা ও উপজেলার নেতারা নৌকা করে বন্যার্তদের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ পৌঁছে দেন।

এছাড়ও ছাত্রদলের উদ্যোগে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলাও বন্যাকবলিত হয়েছে। এমন পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন সাধারণ বেসামরিক মানুষজনও। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক দল, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরাও ফান্ড সংগ্রহ করছেন।

জানা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে নৌকা-স্পিডবোট নিয়ে বন্যায় প্লাবিত এলাকার মানুষজনকে উদ্ধারে যাচ্ছেন স্বেচ্ছাসেবী মানুষজন। অনেকে কাভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ ভরে নিয়ে যাচ্ছেন শুকনো খাবার, জরুরি ওষুধ, নিরাপদ পানি, চাল-ডাল। কিছু জায়গায় বানভাসিদের হাতে তুলে দেওয়া হচ্ছে নগদ অর্থ।

আবার বন্যার্তদের সহযোগিতায় অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কর্মীরা একদিনের বেতন দান করেছেন। লাইন ধরে দাঁড়িয়ে দাতা প্রতিষ্ঠানে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা পৌঁছে দিতেও দেখা গেছে।

সেনাবাহিনী, নৌবাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ডসহ সরকারের বিভিন্ন সংস্থার সদস্যরাও একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দান করেছে। অর্থাৎ যে যার জায়গা থেকে যেভাবে পারছেন সেভাবেই দাঁড়াচ্ছেন বানভাসি মানুষদের পাশে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে লাইন ধরে ত্রাণ তহবিল দেওয়ার জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়। ফেসবুক নেটিজেনরা পোস্ট দিয়ে প্রশংসায় মুখর করেছে, দুর্যোগ ঘিরে এমন ‘একতাবদ্ধ বাংলাদেশ’ আগে দেখেননি তারা

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :