খাবার বিল কম না রাখায় রেস্টুরেন্টে কিশোর গ্যাংয়ের হামলা 

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৪, ২০:১৫
অ- অ+

খাবারের বিল ৫০ টাকা কম না নেওয়ায় গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কে হাইওয়ে হেভেন (স্বপ্নপুরী) নামে একটি রেস্টুরেন্টে কিশোর গ্যাং সদস্যরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

শনিবার দুপুরে কালিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুবুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের সময় কয়েক কিশোর কয়েকটি মেয়ে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসে। খাবার শেষে ৫০ টাকা বিল কম দেওয়ায় রেস্টুরেন্ট মালিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাস্টমাররা চলে যায়। এর কিছুক্ষণ পর ১৫/১৬টি মোটরসাইকেলে করে কিশোর গ্যাং সদস্যরা এসে ফিল্মি স্টাইলে রেস্টুরেন্টে হামলা করে ব্যাপক ভাঙচুর করে চলে যায়। এ সময় আতঙ্কে রেস্টুরেন্টে থাকা অন্য কাস্টমাররা জীবনের ভয়ে দৌড়ে পালিয়ে যান।

হাইওয়ে হেভেন রেস্টুরেন্টের মালিক এমরান মীর বলেন, হামলাকারীদের বয়স ১৫/২০ এর বেশি হবে না। তারা ফিল্মি স্টাইলে ১০ মিনিট ধরে তাণ্ডব চালিয়েছে। জাঙ্গালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর মো. আবুল কালাম আজাদ মাস্টার বলেন, হামলাকারীরা আমাদের দলের লোক না। সন্ত্রাসীদের কোনো দল নেই। আমি চাই এ ঘটনার সুষ্ঠু বিচার হোক।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহতাব উদ্দিন বলেন, এরকম ঘটনা এখনো শুনিনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে আদালত থেকে হ্যান্ডকাফ ভেঙে পালাল আসামি 
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা, ১১ নেতাকর্মী আটক
সাম্য হত্যার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি জাবি ছাত্রদলের
ওয়াসার নতুন এমডি হলেন ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা