হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি ফাহিমুল্লাহ, সম্পাদক তানভীর

হাবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৪, ১৯:৪৯| আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ২০:৫৬
অ- অ+

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. গোলাম ফাহিমুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে মো. তানভীর হোসাইন নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্য পদগুলোতে সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত সংগঠনের কার্যালয়েবিকাল ৪টায় শুরু হয়ে একটানা বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের ২০ সদস্যের মধ্যে ১৩ জন সদস্য সরাসরি ভোট প্রদান করেছেন।

নবনির্বাচিত সভাপতি গোলাম ফাহিমুল্লাহ ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার হাবিপ্রবি প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক তানভীর হোসাইন ‘বাংলাভিশন' এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।

কার্যনির্বাহী পরিষদের অন্য পদে নির্বাচিতরা হলেন— সহ সভাপতি পদে ‘দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’ এর আবু রিয়া রানি মোদক, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ‘আমার সংবাদ’ এর মো. সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ‘এশিয়ান টিভির’ রাহাত হোসাইন, দপ্তর সম্পাদক পদে ‘দৈনিক ঢাকা টাইমস' এর মো. রাফিউল হুদা, অর্থ সম্পাদক পদে দৈনিক ভোরের বাণীর মো. আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ‘ই-সময়’ এর তালহা হাসান।

এছাড়া কার্যকরী সদস্য পদে ‘জনতার বার্তার’ কামরুল হাসান, ‘দৈনিক বাংলাদেশের চিত্র’ এর হায়দার আলী এবং ‘আলোর সংবাদের’ সিনথিয়া রহমান সানু। এগারো সদস্যের এই কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় হাবিপ্রবি সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের বিমান দুর্ঘটনায় ১৭০ জনের মরদেহ উদ্ধার
গামছা পরে মাজারে সুয়ে আছেন অভিনেতা সমু চৌধুরী, উদ্ধার চেষ্টায় পুলিশ ও শিল্পীরা 
দু্ই দিনে দেশে ফিরেছেন ৮৬০৬ হজযাত্রী, ২৩ জনের মৃত্যু
বিধ্বস্ত বিমানে ছিলেন ৫৩ জন ব্রিটিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা