শুধু চেয়ার নয়, নীতিরও পরিবর্তন দরকার: সৈয়দ ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৪, ২১:৪২
অ- অ+
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করেন দলের আমির সৈয়দ রেজাউল করীম এবং পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সৈয়দ ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) বলেছেন, শুধু চেয়ারের পরিবর্তন হলে হবে না, নীতি ও আদর্শের পরিবর্তনও হতে হবে। আদর্শিক মানুষ যদি চেয়ারে না বসতে পারে তবে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে না।

শনিবার বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময় শেষে বেরিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম প্রশ্ন রেখে বলেন, ৫ আগস্টের পর দু-তিনদিন যারা দখল, চাঁদাবাজি ও লুটপাট করেছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশ চাঁদাবাজমুক্ত কীভাবে হবে।

ইসলামী দলগুলোর রাজনৈতিক জোট গঠন প্রসঙ্গে আইএবির এই সিনিয়র নেতা বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে হক্কানী ওলামাদের বিরোধ ও মতানৈক্য আছে। জামায়াতে ইসলামীর এখন সুবর্ণ সুযোগ মতানৈক্যগুলো মিটিয়ে নেওয়ার। তখন জামায়াতের সঙ্গে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত হক্কানী ওলামাদের সঙ্গে মতানৈক্য না মিটাবে, ততক্ষণ পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য নিয়ে বেশি দূর এগোনো যাবে না।

অনেক দল প্রস্তাব করেছে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একবারের প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনার মতো হয়, আমরা তাকেও দেখতে চাই না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার রাজনৈতিক সংলাপে অংশ নিয়েছেন দলীয় আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

বৈঠকৈ পিআর (সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি) পদ্ধতির নির্বাচন, প্রশাসন, বিচারব্যবস্থা ও শিক্ষাব্যবস্থার সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ড ও গত ১৫ বছরের যাবত্রীয় গুম-খুনের বিচারে স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠনসহ ১৩ দফা প্রস্তাব দিয়েছে দলটি।

আর পড়ুন>> প্রধান উপদেষ্টাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৩ দফা প্রস্তাব

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা