বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের পদত্যাগ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। তিনি বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র দিয়েছেন।
পদত্যাগপত্রে ২০২৩ সালের ১৪ ডিসেম্বর থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে চেয়ারম্যান পদে কর্মরত আছেন জানিয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে আমি অসুস্থ এবং উক্ত দায়িত্ব পালনে অপারগ। তাই আমি স্বেচ্ছায় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।’
এর আগে গত রবিবার বিটিআরসির বিভিন্ন পর্যায়ের একদল কর্মকর্তা-কর্মচারী বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান আমিনুল হকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। তারা বলেন, কোনো লেজুড়বৃত্তি, সিন্ডিকেট চলবে না। তারা বৈষম্যের শিকার বলে দাবি করেন।
বিটিআরসির চেয়ারম্যানের একান্ত সচিব আমজাদ হোসেন এবং ইঞ্জিনিয়ারিং ও অপারেশন্স বিভাগের উপ-পরিচালক মাহদী আহমদের বিচার চান বিক্ষোভকারীরা। তাদের পদত্যাগও দাবি করা হয় সেদিন বিক্ষোভকারীরা বলেন, এই দুজনের কাছে তারা বিভিন্ন হেনস্তার শিকার হয়েছেন।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/কেএম)