মাতারবাড়ির বিদ্যুৎকেন্দ্র থেকে পাচারের সময় ১৫ কোটি টাকার ক্যাবল জব্দ, আটক ৭

​​​​​​​কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৪, ২৩:৫৫| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:১৩
অ- অ+

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে অবৈধভাবে পাচারের সময় ৪০ ফিটের চারটি কন্টেইনারে ভর্তি তামার ক্যাবল আটক করা হয়েছে। এগুলোর দাম প্রায় প্রায় ১৫ কোটি টাকা। এর সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শনিবার দুপুরে গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে পাচারকালে এসব তামার ক্যাবল আটক করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রে থেকে কোনো কোম্পানি তাদের মালিকানাধীন কোনো মালামাল বের করে নিয়ে যাওয়ার সময় কোল পাওয়ার প্রথমে ইনভেস্টিগেশন করে দেখে, মালামালগুলো কোল পাওয়ারের কিনা। যদি কোল পাওয়ারের না হয় কেবল তখনই কোল পাওয়ার এক্সিট পারমিশন দেয়। কিন্তু এই ক্ষেত্রে প্রায় ১৫ কোটি টাকার ক্যাবল প্রকল্পের বাইরে বের হয়ে গেলেও কোল পাওয়ার সংশ্লিষ্টরা বলছেন তারা কিছু জানেন না। অথচ ক্যাবলগুলো কোল পাওয়ারের সিকিউরিটি হাউজের পাশ থেকে লোড করে নিয়ে আসা হয়েছে।

নৌ-বাহিনী জানায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে প্রায় ১৫ কোটি টাকার তামার ক্যাবল পাচারকালে নৌবাহিনীর একটি দল বিদ্যুৎকেন্দ্রের ৪ নম্বর জেটিঘাট থেকে বার্জে উত্তোলনকালে ৪০ ফিট চারটি কন্টেইনারসহ সাতজনকে আটক করে। ক্যাবলগুলো চট্টগ্রামস্থ কোম্পানি ইকবাল মেরিন সম্পূর্ণ অবৈধভাবে বিদ্যুৎ কেন্দ্র থেকে বের করে জেটি ঘাটে নিয়ে যায় বলে জানায় নৌবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদ।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ ঘটনায় প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এবং প্রকল্পের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেন জড়িত। এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভী মারা গেছেন
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
পটুয়াখালীতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত
হাতিরঝিলে পেশাদার মাদক কারবারিসহ ১১ জন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা