গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরের কোনাবড়িতে ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে কোনাবাড়ির মেট্রো থানার দেহলাবাড়ি বেলতলা এলাকায় এই ঘটনা ঘটে
বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. সাগর আহমেদ। তিনি বলেন, আগুন লাগার খবরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ১১টা ৫০ মিনিটে বের হন। বিস্তারিত পরে জানানো যাবে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতবাড়িতে ছড়িয়ে পড়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
(ঢাকা টাইমস/০৩মে/এসএ)

মন্তব্য করুন