শরিফুলের চোটের সর্বশেষ অবস্থা জানাল বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৪, ১৫:০৭
অ- অ+

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে এই টেস্টে বাংলাদেশের একাদশ দেখে চোখ কপালে অনেকেরই। কেননা প্রথম টেস্টে বাংলাদেশের ১০ উইকেটের জয়ে পাকিস্তানের ৩টি উইকেট নিয়ে ভালো ভূমিকা রাখা শরীফুল ইসলামকে রাখা হয়নি একাদশে। তার জায়গায় নেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। পরে জানা গেছে শরিফুলকে বাদ দেওয়ার কারণ।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ বোলিং করলেও কুঁচকির চোটে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। চোট খুব গুরুতর নয়। তবুও টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, ভারত সিরিজের আগেই সেরে উঠবেন তিনি।

আজ শনিবার (৩১ আগস্ট) শরিফুলের চোট নিয়ে বিসিবি ফিজিও বায়োজিদুল ইসলাম বলেন, ‘প্রথম টেস্ট শেষ হওয়ার পরই শরিফুলকে এমআরআই করানো হয়। তার গ্রেড-১ এর অ্যাডাক্টর স্ট্রেইন ধরা পড়েছে। তার এই ইনজুরি সারতে অন্তত দশদিন লাগবে। এরইমধ্যে পুনর্বাসন শুরু করে দিয়েছে সে।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টাইগারদের ঐতিহাসিক জয়ে শরিফুলের কার্যকরী ভূমিকা ছিল। প্রথম ইনিংসে তিনি বল হাতে বাবর আজম ও শান মাসুদের গুরুত্বপূর্ণ দুটি উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে ওপেনার সাইম আইয়ুবকে সাজঘরে ফেরান। ব্যাট হাতে তার ১৪ বলে ২ চার ও ২ ছক্কায় ২২ রানের ইনিংসটি সফরকারীদের শতাধিক রানের লিড পেতে সহায়তা করে।

পাকিস্তান সফর শেষে ভারতের মাটিতে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই ফরম্যাটের সেই সিরিজ। ওই সিরিজ দিয়েই ফের শরিফুলকে দলে পাওয়ার প্রত্যাশা টাইগারদের। এ ছাড়া অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে এবং ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে নভেম্বর-ডিসেম্বরে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা