নিউমার্কেটের ১৩টি দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৪, ১৩:৫৬| আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৪:২৫
অ- অ+

রাজধানীর নিউমার্কেট থানাধীন নিউ সুপার দক্ষিণ মার্কেটে বিধিমালা ভঙ্গ করে সিঁড়িতে ভাসমান দোকান করায় ১৩টি দোকানকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এছাড়া সিঁড়িতে গড়ে ওঠা দোকানগুলো অপসারণ করা হয়েছে।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে নিউমার্কেট এলাকায় অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, এই মার্কেটের সিঁড়িগুলো হচ্ছে জরুরি বহির্গমন অর্থাৎ আগুন লাগলে মানুষজন নেমে যাওয়ার জন্য। কিন্তু আমরা এখানে এসে দেখেছি সবকটি সিঁড়ি দখল করে দোকান বসানো হয়েছে। যেকোনো অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিস সেই স্থানে পৌঁছাতে কিংবা মানুষজন নেমে যেতে বড় ধরনের সমস্যা তৈরি করবে। সে কারণে এই জায়গায় অভিযান পরিচালনা করে ১৩টি দোকানকে জরিমানা করে সরিয়ে দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৬মার্চ/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা