নিহত যুবদল নেতা কামাল হোসেন মিজানের বাসায় মোনায়েম মুন্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৪, ১৫:৪৩| আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৫:৫৪
অ- অ+

বাগেরহাট জেলখানায় কারান্তরীণ অবস্থায় মারা যাওয়া যুবদল নেতা কামাল হোসেন মিজানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।

রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মরহুম মিজানের বাসায় যান মুন্না। এ সময় তিনি মিজানের পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং বিএনপি ও যুবদল সবসময় তাদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন।

এছাড়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুম কামাল হোসেন মিজানের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত এবং দোয়া করেন মুন্না।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল করিম পল, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, জিয়াউর রহমান জিয়া, বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সহ-সাংগঠনিক (খুলনা বিভাগ) ইবাদুল হক রুবায়েত, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, হাসান নেহীম (ভারপ্রাপ্ত সভাপতি) খুলনা মহানগর যুবদলসহ জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।

অভিযোগ আছে, গত ৩ জানুয়ারি খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন মিজান মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে বাগেরহাট জেলখানায় কারান্তরীণ অবস্থায় মৃত্যুবরণ করেন।

(ঢাকাটাইমস/১০মার্চ/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা