‘কারওয়ান বাজার দেশের জন্য বিষফোড়া, পণ্য নামলেই কেজিতে বাড়ে ১৫-২০ টাকা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২৪, ১৪:৪২| আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৭:২০
অ- অ+

রাজধানীর কারওরান বাজার বিষফোড়া বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, ‘এখানে পণ্য নামলেই কেজিপ্রতি ১৫-২০ টাকা বেড়ে যায়।’

বুধবার সকালে পোল্ট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রি কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক।

এএইচএম সফিকুজ্জামান বলেন, ‘এই বাজারের সমিতিগুলো ভেঙে দিতে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। রাতের কারওয়ান বাজার থেকে কোটি কোটি টাকা কোথায় যায় তা খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পণ্য সরবরাহ ঠিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে কথা হচ্ছে। বড় বড় প্রতিষ্ঠান সাশ্রয়ী মূল্যে ছাড় দিয়ে পণ্য বিক্রি করছে।’

বাজারে লেবু-বেগুনের দাম বৃদ্ধির কারণ জানিয়ে ভোক্তার মহাপরিচালক বলেন, ‘সিজন না থাকায় লেবুর দাম বেড়েছে। বেগুনের বাজারে চাপ পড়েছে। ভোক্তারা বেগুন-লেবু কেনা সীমিত করলেই ব্যবসায়ীরা দাম কমাতে বাধ্য হবে।’

(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা