কোন চাপে গরুর মাংসের দাম ১০০ টাকা বাড়ালেন খলিল?

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, ২১:৪৬| আপডেট : ২১ মার্চ ২০২৪, ২৩:২১
অ- অ+

রাজধানীসহ সারাদেশে যখন উচ্চমূল্যে গরুর মাংস বিক্রি হচ্ছিল সেই মুহূর্তে ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করে আলোচনায় আসেন শাহজাহানপুরের ব্যবসায়ী খলিলুর রহমান। সবশেষ চলতি রমজানে ৫৯৫ টাকা কেজিতে মাংস বিক্রি করে ক্রেতাদের ব্যাপক সাড়া পান তিনি। ঘোষণা দেন, ২৫ রোজা পর্যন্ত এই দামে মাংস বিক্রি করবেন।

তবে সবাইকে হতবাক করে ১০ রোজার আগেই মাংসের দাম বাড়িয়েছেন খলিল। প্রতি কেজি মাংসের দাম ১০০ টাকা বাড়িয়ে এখন ৬৯৫ টাকা করেছেন তিনি। হঠাৎ দাম বাড়ানোর কারণ হিসেবে তিনি জানিয়েছেনচাপে আছেন

বৃহস্পতিবার বিকালে মাংসের মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে খলিল বলেন, ‘খামার থেকে যে দামে গরু কিনতে হচ্ছে, তাতে ৫৯৫ টাকা দরে মাংস বিক্রি করে পোষাতে পারছিলাম না। লোকসানে পড়তে হচ্ছে। ক্রেতাদের ভিড় অনেক। বাধ্য হয়ে মাংসের দাম কেজিতে ১০০ টাকা বাড়াতে হয়েছে।

লোকসানে পড়ার কারণ জানতে চাইলে খলিলুর রহমান বলেন, আগে কিছুটা কম দামে গরু কিনতে পারছিলাম। কিন্তু এখন আর আগের দামে গরু পাচ্ছি না। আমার নিজের যেহেতু খামার নেই, তাই বাড়তি দামে গরুর কেনা হলে মাংসের দাম না বাড়িয়ে উপায় থাকে না।

তবেনানামুখী চাপবলতে খলিল কী বোঝাচ্ছেন কিংবা কী ধরনের চাপ আছে, তা পরিস্কার করেননি তিনি। বলেন, ‘আমি এখন আর খুব বেশি কথা বলার মতো পরিস্থিতিতে নেই।পরে বিষয়ে বিস্তারিত কথা বলা যাবে বলে জানান তিনি।

এর আগে গত বছরের শেষ দিকে বাজারে যখন প্রতি কেজি গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছিল। তখন কম দামে মাংস বিক্রি করে প্রথম আলোচনায় আসেন খলিলুর রহমান।

সম্প্রতি কম দামে মাংস বিক্রির জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সম্প্রতি বিশ্ব ভোক্তা দিবসের অনুষ্ঠানে এই ব্যবসায়ীকেব্যবসায় উত্তম চর্চার স্বীকৃতিদিয়ে পুরস্কৃত করেছে।

(ঢাকাটাইমস/২১মার্চ/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা