আগারগাঁওয়ে ছেলেকে খুন করে বাবার আত্মহত্যা, রক্তাক্ত মেয়ে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৪, ২২:১৩| আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ২৩:৩৯
অ- অ+

রাজধানী আগারগাঁওয়ের তালতলার মোল্লাপাড়া এলাকার একটি বাসা থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার করেছে আগারগাঁও থানা পুলিশ।

নিহতরা হলেন, মশিউর রহমান (৪০) ও ছেলে সাদাব রহমান (১৫)।

নিহতদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন মেডিকেলের মর্গ ইনচার্জ জতিন চন্দ্র বিশ্বাস।

শেরেবাংলা নগর থানার ওসি আব্দুল আহাদ বলেন, রবিবার সন্ধ্যার কিছু আগে ঘুমন্ত ছেলে সাদাবকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেন মশিউর। একই সময় তার ১৩ বছর বয়সের কন্যাকেও গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

ঘটনার সময় মশিউরের স্ত্রী বাসায় ছিলেন না জানিয়ে ওসি বলেন, দম্পত্তির সন্তানের সংখ্যা দুজন।

স্থানীয় লোকজন দরজা ভেঙে ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় জানিয়ে আব্দুল আহাদ বলেন, ৯৯৯- ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের লাশ উদ্ধার করে।

নিহত মশিউর রহমান বাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন। তার ছেলে সাদাবের এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এএম/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০
সমাবেশ মঞ্চে নামাজ আদায় এনসিপি নেতাদের
সিরাজগঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান 
বোয়ালমারীতে মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা