সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ২১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৩১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন।

সোমবার বিকালে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এদিন ছিল আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, মো. জামাল মিয়া, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোখলেছুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. নাজিম উদ্দিন ভাসানী, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, শাহবাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ মিয়া বাবুল, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, সেলিম খন্দকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সেলিম খন্দকার।

অন্যদিক ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- হানিফ আহমেদ, কাউছার মিয়া, মো. আলতাফ হোসেন, মো. হোসেন মিয়া, মো. এনাম খান ও মো. সোহেল মিয়া।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, শামীমা আক্তার, আবেদা বেগম ও শিরিনা আকতার।

প্রথম ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮ মে সরাইল উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :