ভারতে লোকসভার ভোট শুরু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৯:০১ | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৬

ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রথম দফায় ১০২ আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিন আসন- জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা কেন্দ্র।

অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয়ের দু’টি করে আসনে ভোটগ্রহণ হচ্ছে। একটি করে আসনে ভোটগ্রহণ হবে ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মির, লাক্ষা দ্বীপ এবং পন্ডিচেরিতে। বিহারের চার আসনেও ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ আউটার মণিপুরের একাংশে ভোটগ্রহণ হচ্ছে। বাকি অংশে ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল।

পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট শুরুর আগে থেকেই বিক্ষিপ্ত সংঘর্ষ ছড়িয়েছে ৩ কেন্দ্রের কিছু এলাকায়। তবে বিশেষ নজরে রয়েছে কোচবিহার। শুক্রবার প্রথম দফার ভোটের দিন সকাল থেকেই তিন কেন্দ্রের বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।

জলপাইগুড়ি লোকসভা নির্বাচনেও ভোট চলছে। পাশাপাশি উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের ছয় আসন, উত্তরপ্রদেশের আট আসন, রাজস্থানের ১২ আসনে ভোটগ্রহণ হচ্ছে। দক্ষিণ ভারতের এই রাজ্যে ৩৯টি আসনে ভোটগ্রহণ চলছে।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :