মাদারীপু‌রে খামারে আগুন, পুড়ল ১৩ গরুসহ বহু মুরগি

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২৪, ১৫:২৪| আপডেট : ১২ জুন ২০২৪, ১৬:১২
অ- অ+

মাদারীপুরে একটি গরুর খামারে আগুন লেগে ১৩টি গরু মারা গেছে। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে পাশের মুরগির খামারেও। এ ঘটনায় ওই খামারের সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে বলে দাবি।

বুধবার ভোর তিনটার দিকে জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কালিখোলা বাজার এলাকায় মিলন মুন্সির গরুর খামারে প্রথমে অগ্নিকাণ্ড ঘটে। পরে তা মিলনের মুরগির খামারে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খামারে ১৪টি গরু বাধা ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একটি গরুর রশি কেটে দেওয়া সম্ভব হয়। বাকিগুলো পুড়ে মারা যায়।

সকালে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সেলিম মিয়া, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকাসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খামারের মালিক মিলন মুন্সি জানান, ‘গত বছর গরুগুলো কিনেছিলাম। এ বছর কোরবানিতে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। আজকে বিভিন্ন হাটে গরুগুলো বিক্রির কথা ছিল। তার দাবি, খামারের ১৩টি গরু এবং সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।’

এদিকে আগুনের সূত্রপাত কোথায় তা নিশ্চিত হওয়া না হওয়া গেলেও এলাকাবাসীর ধারণা, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে বিষয়টি নাশকতা কি না, তাও ক্ষতিয়ে দেখতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

(ঢাকাটাইমস/১২জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা