খুনের অভিযোগ, হাতিকে গ্রেপ্তার করল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৪, ১২:৩৮
অ- অ+

খুন হয়েছেন এক ব্যক্তি। ঘটনাস্থলেই দাঁড়িয়ে অভিযুক্ত। ফোনে এই খবর পেয়ে পুলিশ গেল নানকি নামে অভিযুক্তকে গ্রেপ্তার করতে। কিন্তু সেখানে গিয়ে খুনিকে দেখে অবাক পুলিশ। এ যে এক হাতি! ফোনে যে নানকির কথা বলা হয়েছিল, সে মানুষ নয়, হাতি। কিন্তু অপরাধ তো অপরাধই। বাধ্য হয়ে হাতিকেই গ্রেপ্তার করে আনা হল থানায়।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশের রাজধানী ভোপালে। হাতিটির নাম নানকি। তার বিরুদ্ধেই উঠেছে মাহুত নরেন্দ্রকে খুন করার অভিযোগ। পুলিশ হাতিটিকে গ্রেপ্তার করে থানার বাইরে বেঁধে রেখেছে। খবর দেওয়া হয়েছে বন বিভাগকেও।

জানা গেছে, নানকি নামের হাতিটির দেখাশোনা করত ৫ জন। তারা সারা দেশে ঘুরে বেড়াত হাতিটিকে নিয়ে। হাতি দেখে লোকজন যে টাকা দিত, তা দিয়েই সবার পেট চলত। নিহত মাহুত নরেন্দ্রকে বেশ ভালই বাসত নানকি। কিন্তু সারা রাত একা বেঁধে রাখাতেই চটে যায় সে।

বুধবার রাতে ভানপুর ব্রিজের কাছে একটি ফাঁকা জমিতে নানকির মাহুত নরেন্দ্র তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে চলে যায়। সারা রাত ওভাবেই দাঁড়িয়ে থাকে নানকি। পরেরদিন সকালে নরেন্দ্র নানকির কাছে গেলেই, তাকে শুঁড়ে জড়িয়ে বেশ কয়েকবার আছাড় দিয়ে, পিষে মারে হাতিটি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।

যদিও নিহত মাহুতের বন্ধুদের দাবি, অতিরিক্ত গরমের কারণেই হিংস্র হয়ে উঠেছিল হাতিটি। নিহতের ভাগ্নে দীপক কাপাডিয়া দাবি করেছেন, এরআগেও এক ব্যক্তিকে মেরে ফেলেছিল নানকি। দুই বছর আগে এক ব্যক্তিকে আছাড় দিয়ে মেরে ফেলে সে। গত বছর এক ব্যক্তিকে আক্রমণ করে।

পুলিশ ইন্সপেক্টর সুরেশ চন্দ্র নগর বলেন, ‘হাতিটিকে থানার বাইরে বেঁধে রাখা হয়েছে। আমরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি, হাতিটিকে নিয়ে যেতে অনুরোধ জানিয়েছি। আপাতত হাতিটি শান্তই রয়েছে। কোনও ক্ষতি করেনি। নিহত মাহুতের এক বন্ধু হাতিটির উপরে নজর রাখছেন।’

সূত্র: এনডিটিভি

(ঢাকাটাইমস/১৪জুন/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা