ইরানে হাসপাতালে ভয়াবহ আগুনে ৯ রোগী নিহত

ইরানে উত্তরাঞ্চলীয় রাশত শহরের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের চিকিৎসাধীন ৯ রোগী নিহত হয়েছে। নিহতের মধ্যে ছয় জন নারী এবং তিনজন পুরুষ বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমে প্রায় ৩৩০ কিলোমিটার দূরে রাশত শহরের কায়েম ইন্টারন্যাশনাল হাসপাতালের বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার খবরে বলা হয়েছে, হাসপাতালের নিচতলায় জরুরি বিদ্যুৎ উৎপাদনের জেনারেট ছিল। সেখানেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন শহরের দমকল বিভাগের প্রধান শাহরাম মোমেনি। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করেনি।
প্রতিবেদনে আরও বলা হয়, নিহতরা হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ছিলেন চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন গিলান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেসের প্রধান মোহাম্মদ তাগি আশুবি।
হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আশুবি বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে আগুন লাগার সময় ১৪২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন, যারমধ্যে ৩৩ জন আইসিইউতে ভর্তি ছিলেন। আগুন লাগার পর বাকি রোগীদের অন্যান্য চিকিৎসা সুবিধায় স্থানান্তরিত করা হয়েছে।
আশুবি আরও জানিয়েছেন, গিলান মেডিকেলের চিকিৎসকরা মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত করছেন।
(ঢাকাটাইমস/১৮জুন/এমআর)

মন্তব্য করুন