ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় সেলা অঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার মুহাম্মদ মুস্তাফা আইয়ুবকে নিহত হয়েছেন।
দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সেলা এলাকায় একটি গাড়িতে করে যাওয়ার সময় ড্রোন হামলায় হিজবুল্লাহর এই কমান্ডার নিহত হয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে হিজবুল্লাহ ইসরায়েলি ড্রোন হামলায় ফিল্ড কমান্ডার মুহাম্মদ মোস্তফা আইয়ুবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মোস্তফা আইয়ুবের মৃত্যুর মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরায়েল-বিরোধী লড়াই করতে গিয়ে এ পর্যন্ত গোষ্ঠীটির ৩৪৩ জন সদস্য নিহত হয়েছেন।
অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার সন্ধ্যায় জানিয়েছে, দক্ষিণ লেবাননের সেলা এলাকায় ইসরায়েলি এয়ার ফোর্সের (আইএএফ) একটি বিমান হিজবুল্লাহর কমান্ডার মুহাম্মদ মুস্তাফা আইয়ুবকে নির্মূল করেছে।
আইডিএফ উল্লেখ করেছে, নিহত আইয়ুব হিজবুল্লাহর নাসের ইউনিটের রকেট ও মিসাইল বিভাগের একজন গুরুত্বপূর্ণ অপারেটিভ ছিলেন। গত কয়েক মাসে ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা নেতৃত্ব দিয়েছেন আইয়ুব।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পরদিন থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় প্রতিদিন রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্ত থেকে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ)।
গত সাত মাসের বেশি সময় ধরে এই যুদ্ধে হিজবুল্লাহর হামলায় অন্তত ১৪ ইসরায়েলি সেনা নিহত এবং ১০ জন বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছেন। আর আইডিএফের পাল্টা হামলায় কমপক্ষে লেবাননে ৪১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ৮০ জনই বেসামরিক নাগরিক বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
এছাড়া দুপক্ষের যুদ্ধের কারণে গত সাত মাসে লেবানন-ইসরায়েল সীমান্তের দুই প্রান্ত থেকে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।
(ঢাকাটাইমস/১৮জুন/এমআর)

মন্তব্য করুন