ফেনীতে ঈদের দিনে পৃথকস্থান থেকে ৪ জনের লাশ উদ্ধার 

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৪, ২০:২৫
অ- অ+

ফেনীতে ঈদের দিনেই পৃথক স্থান থেকে ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার শহরের মাস্টারপাড়া, এসএসকে সড়ক, চাড়িপুর ও শর্শদি থেকে ৪টি লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, ঈদের দিন বিকালে ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায় উদ্ধার হওয়া লাশটি শহরের বয়োবৃদ্ধ ভিক্ষুক সিরাজুল হকের ৮ বছর বয়সী বাকপ্রতিবন্ধী নাতি সাগর চৌধুরীর। গত ৫দিন ধরে শিশুটি নিখোঁজ ছিল।

বাবা-মা হারা এতিম ছেলেটি নিয়ে বৃদ্ধ সিরাজুল হক দীর্ঘদিন ধরে শহরের দাউদপুল ব্রিজ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

অপরদিকে ফেনী শহরতলীর চাড়িপুর এলাকা থেকে শিরিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিরিন বাগেরহাট জেলার মোড়লগঞ্জের অলিউর রহমানের স্ত্রী। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে।

এছাড়া সোমবার রাতে জেলার সদর উপজেলার শর্শদী ইউনিয়নের জাহানপুর এলাকায় সাইফুল ইসলাম (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

গ্রামবাসীদের তথ্যমতে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ সংলগ্ন ড্রেন থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এসব বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত ৪টি মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনা সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া গেছে কি না জানার জন্য ফেনী মডেল থানার ওসি মো শহিদুল ইসলাম চৌধুরীকে বেশ কয়েকবার মুঠোফোনে কল দিয়েও না পেয়ে সরেজমিনে থানায় গিয়ে ডিউটি অফিসার ছাড়া কোনো অফিসারকে পাওয়া যায়নি।

এরপর এ বিষয়ে জানতে ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসানের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তিনি রিসিভ না করায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

(ঢাকা টাইমস/১৮জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা