গৃহকর্মী নির্যাতন: হিন্দুজা পরিবারের চার সদস্যের কারাদণ্ড

গৃহকর্মীদের নির্যাতনের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের হিন্দুজা পরিবারকে কারাদণ্ড দিয়েছে সুইজারল্যান্ডের জেনেভার একটি আদালত। হিন্দুজা পরিবারের চার সদস্য– ৭৮ বছর বয়সি প্রকাশ হিন্দুজা ও তার ৭৫ বছর বয়সি স্ত্রী কমল হিন্দুজার সাড়ে চার বছরের এবং তাদের পুত্র ও পুত্রবধূকে চার বছরের কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারকরা।
হিন্দুজা পরিবারের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা ভারত থেকে সামান্য বেতনে লোক নিয়ে এসে গৃহকর্মীর কাজ করাতেন। জেনেভায় তাদের বিলাসবহুল ভিলায় শ্রম আইন না মেনে গৃহকর্মীদের ১৮ ঘণ্টা কাজ করানো হতো। তবে অমানবিক পরিশ্রম করানোর পরও ভারতীয় মুদ্রায় প্রতিদিন ৭০০ রুপি হারে পারিশ্রমিক দিত হিন্দুজা পরিবার। সুইজারল্যান্ডের মুদ্রায় যা মাত্র ৭ সুইস ফ্রা। ফলে সারা বছর কাজ করার পর ভারতীয় মুদ্রায় আড়াই লাখ রুপির মতো বেতন পেতেন তারা, যা ভারতীয় মুদ্রায় তাদের অ্যাকাউন্ট পাঠিয়ে দেওয়া হতো।
সুইজারল্যান্ডের সরকারি আইনজীবী জানান, দেশটিতে এরকম কাজ করলে যে বেতন পাওয়া যায়, তার দশ ভাগের এক ভাগও পেতেন না হিন্দুজাদের গৃহকর্মীরা। অথচ নিজেদের পোষা কুকুরের জন্য বছরে ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা খরচ করতেন তারা। এছাড়া সামান্য ভুল করলেই সেই গৃহকর্মীদের অত্যাচারের শিকার হতে হতো এবং তাদের ভিলার বাইরে বের হতে দিতেন না হিন্দুজা পরিবার। জেনেভায় পৌঁছানোর পর তাদের পাসপোর্ট নিয়ে নেওয়া হতো বলেও জানান তিনি।
এর আগে গত সপ্তাহে হিন্দুজাদের গৃহকর্মীরা মামলা তুলে নিয়েছিলেন। অভিযোগ ওঠে, পরিচারকদের টাকা দিয়ে মুখ বন্ধ রাখার কথা বলে অভিযোগ প্রত্যাহার করে নিতে বাধ্য করেছেন হিন্দুজা পরিবার। এরপরই সুইস পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করে।
বিচারকরা মেনে নেন, সুইজারল্যান্ডের মানবাধিকার ও শ্রমবিষয়ক আইন লঙ্ঘন করেছেন হিন্দুজারা। সেজন্য প্রকাশ হিন্দুজা ও তার স্ত্রী কমলকে সাড়ে চার বছর করে কারাদণ্ড দেন। এবং প্রকাশের ছেলে অজয় ও পুত্রবধূ নম্রতার চার বছর করে কারাদণ্ড হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে হিন্দুজা পরিবার এবং সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না হিন্দুজা পরিবারের কেউ।
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের ধনকুবের এই পরিবারের আইনজীবী অবশ্য জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাবেন তারা।
উল্লেখ্য, ব্রিটেনের সবচেয়ে ধনী পরিবারের মধ্যে অন্যতম হিন্দুজা পরিবার। তাদের মোট সম্পদের পরিমাণ ৩৭ বিলিয়ন ইউরো, যা ভারতীয় মুদ্রায় ৩৯ লাখ ৩২ হাজার কোটিরও বেশি।
(ঢাকাটাইমস/২২জুন/এমআর)

মন্তব্য করুন