নোয়াখালীতে সড়কে চাঁদাবাজির অভিযোগে আটক ৩৪

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৪, ১১:৫৫| আপডেট : ২৫ জুন ২০২৪, ১৪:৪৮
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করেছে র‌্যাব-১১। আটককৃতরা জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী যানবাহন, ট্রাক, সিএনজি, অটোরিকশা থেকে চাঁদা তুলতো।

আটককালে চাঁদাবাজদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ টাকা, মোবাইল, লাঠিসোঁটা, এপ্রোন এবং চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়।

মঙ্গলবার সকালে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ তথ্যগুলো নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত র‌্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ৩৪ চাঁদাবাজকে আটক করে।

র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজির বিষয়টি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হওয়ায় দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি জনদুর্ভোগ সৃষ্টি করায় সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযানে নামে র‌্যাব।

এসময় সদর ও বেগমগঞ্জের বিভিন্ন সড়কে পণ্যবাহী যানবাহনে পাইকারি ও খুচরা বাজারে পৌঁছানোর সময় পথিমধ্যে নামে-বেনামে ভুয়া রসিদ দেখিয়ে কৌশলে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের নামে অর্থ চাঁদাবাজি করার সময় ৩৪ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ আনুমানিক ৯৮ হাজার ৫১৫ টাকা, ৩৪টি মোবাইল, লাঠিসোঁটা, এপ্রোন এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়।

কোম্পানী কমান্ডার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চাঁদাবাজির সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী, চৌরাস্তা এবং সদরের মাইজদী বাজার, দত্তেরহাট, সোনাপুরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়ি, সিএনজি, অটোরিকশাতে চাঁদাবাজি করে।

তাদের দাবিকৃত চাঁদা না দিলে প্রায় সময় চালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করার অভিযোগও রয়েছে আটককৃতদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ মডেল থানা ও সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা