ভারতের লোকসভার স্পিকার নির্বাচিত ওম বিড়লা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৪, ১৪:৪০
অ- অ+

ভারতের ১৮তম লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা৷ এ নিয়ে টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন তিনি৷ নির্বাচিত হওয়ার পর তাকে স্পিকারের আসনে নিয়ে গিয়ে বসান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধী জোটের নেতা রাহুল গান্ধী।

বুধবার ওম বিড়লার নাম স্পিকার হিসেবে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রোটেম স্পিকার বি মেহতাব এই ঘোষণা করলেও ভোটাভুটির জন্য চাপ দেননি বিরোধীরা৷ এর পরই ধ্বনি ভোটে সংখ্যাগরিষ্ঠ সাংসদদের সমর্থনে স্পিকার পদে নির্বাচিত হন তিনি৷

এদিকে স্পিকার পদে নির্বাচনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার থেকে সরকার এবং বিরোধীদের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হলেও ওম বিড়লা স্পিকার নির্বাচিত হওয়ার পর দেখা গেল সৌজন্যের ছবি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সংসদীয়মন্ত্রী কিরেন রিজুজুর সঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধিও আসন ছেড়ে উঠে এসে ওম বিড়লাকে তার চেয়ার পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন৷

ওম বিড়লা স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর গত পাঁচ বছরে দক্ষ হাতে লোকসভা পরিচালনার জন্য তার ভূয়সী প্রশংসা করেন মোদি৷ তিনি জানান, গত পাঁচ বছরের মতো আগামী দিনেও একাধিক গুরুত্বপূর্ণ বিল সংসদে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে৷ বিশেষত নতুন সাংসদদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, কোভিড কালে প্রত্যেক সাংসসদকে ফোন করে তাদের খবর নেওয়ার মতো বিষয়গুলি উল্লেখ করে ওম বিড়লার প্রশংসা করেন প্রধানমন্ত্রী৷

অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তাকে অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি স্পিকারকে নিজের দায়িত্বও মনে করিয়ে দেন।

রাহুল গান্ধী বলেন, ‘স্পিকার স্যার, বিরোধীদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। এই সংসদ দেশের কণ্ঠ। সরকারের হাতে ক্ষমতা রয়েছে, কিন্তু বিরোধীরাও দেশের জনগণের কণ্ঠস্বর। বিরোধীরা চায় সংসদ অধিবেশন ভালভাবে হোক। বিরোধীদের কণ্ঠ পৌঁছে দেওয়া জরুরি। আশা করি, আপনি আমাদের কথা বলার সুযোগ দেবেন। সংসদ কত ভালভাবে চলল, সেটা প্রশ্ন নয়। বরং প্রশ্ন হল, দেশের জনগণের কণ্ঠস্বর কতটা শোনা হল। বিরোধীদের কণ্ঠরোধ করে সংসদ সুচারুভাবে চালানো গণতান্ত্রিক চিন্তাধারা নয়।’

তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচনের ফলাফল বলছে, জনগণ চায় বিরোধীরা সংবিধান রক্ষা করুক। আশা করি, আপনি নিজের দায়িত্ব পালন করবেন।’

শুধুমাত্র রাহুল গান্ধীই নয়, অখিলেশ যাদব, সুদীপ বন্দ্যোপাধ্যায়সহ একাধিক বিরোধী নেতাও এদিন সংসদে বক্তব্য রাখতে গিয়ে গত অধিবেশনে বিরোধী সাংসদদের গণ সাসপেন্ড করার বিষয়টি তুলে ধরেন।

প্রসঙ্গত, ১৯৮০ সালে লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হন পাঞ্জাবের কংগ্রেস সাংসদ বলরাম জাখর৷ ১৯৮৫ সালে ফের স্পিকার পদে নির্বাচিত হন তিনি৷ স্বাধীন ভারতে জাখরের পর ওম বিড়লাই প্রথম, যিনি পর পর লোকসভার দুটি মেয়াদে স্পিকার হিসেবে নির্বাচিত হলেন৷

সূত্র: এনডিটিভি, নিউজ১৮

(ঢাকাটাইমস/২৬জুন/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফজলুর রহমানের মন্তব্য সরকারের অবস্থান নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০
সমাবেশ মঞ্চে নামাজ আদায় এনসিপি নেতাদের
সিরাজগঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা