মাদককাণ্ডে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের ৪৫ বছরের জেল

মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান ওরল্যান্ডো হারনানডেজকে ৪৫ বছর কারাদণ্ড দিয়েছে একটি মার্কিন আদালত। পাশাপাশি ৮০ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে তাকে। খবর রয়টার্সের।
বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতের বিচারক কেভিন ক্যাস্টেল তাকে এই সাজা দিয়েছেন। গত মার্চে এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছিল নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালত।
রায় দেওয়ার সময় বিচারক বলেন, ‘এই মামলা বুঝিয়ে দিল, কোনো ব্যক্তি যতই বড় হোক না কেন, অপরাধ করলে শাস্তি পেতেই হবে।
বিচারক কেভিন আরও জানিয়েছেন, ২০০৪ সাল থেকে মাদকচক্রের সঙ্গে যুক্ত সাবেক প্রেসিডেন্ট। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে নির্বাচনে কারচুপির চেষ্টা করেছেন তিনি। শুধু তা-ই নয়, এই পর্বেও তার মূল রোজগারের রাস্তা ছিল মাদক।
ওরল্যান্ডো অবশ্য শেষ পর্যন্ত জানিয়েছেন তিনি নির্দোষ। আত্মপক্ষ সমর্থন করে আদালতে একজন দোভাষীর সাহায্যে একথা জানিয়েছেন তিনি। কিন্তু বিচারক তার অবস্থান থেকে সরেননি। আদালতে ওরল্যান্ডো দারুণ অভিনয় করেছেন বলেও দাবি করেছেন বিচারক।
এদিকে এদিন আদালতের বাইরে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। তাদের হাতে ছিল পোস্টার। মাদক সেবন করে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার ছবি নিয়ে আদালতের বাইরে অপেক্ষা করছিলেন।
উল্লেখ্য, ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন ওরল্যান্ডো। এসময় হন্ডুরাস থেকে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, প্রেসিডেন্ট থাকাকালীন হন্ডুরাসকে একটি মাদক-রাষ্ট্রে পরিণত করেছিলেন ওরল্যান্ডো।
(ঢাকাটাইমস/২৭জুন/এমআর)

মন্তব্য করুন