গাজায় পুলিশ মোতায়েন করতে প্রস্তুত জাতিসংঘ

গাজা উপত্যকায় পুলিশ বাহিনী মোতায়েনের জন্য জাতিসংঘ সদস্য দেশগুলোর যেকোনো আহ্বানে সাড়া দিতে প্রস্তুত বলে জানিয়েছেন বিশ্ব সংস্থাটির শান্তি অভিযানের উপ-মহাসচিব জিন-পিয়েরে ল্যাক্রোইক্স।
বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ল্যাক্রোইক্স বলেন, ‘যদি আমাদের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সাহায্য করার জন্য ডাকা হয়, অবশ্যই আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।’
গাজায় ত্রাণ বিতরণ সম্পর্কিত অসংখ্য সমস্যার দিকে ইঙ্গিত করে ল্যাক্রোইক্স বলেন, ‘উপত্যকায় লুটপাটের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এসব সমস্যার সমাধানে তৃতীয় পক্ষকে সম্পৃক্ত করা অন্যতম বিকল্প হতে পারে।’
তবে এই তৃতীয় পক্ষটি জাতিসংঘ হবে কিনা তা নিশ্চিত করেননি ল্যাক্রোইক্স।
তিনি আরও বলেন, গাজায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের জন্য কিছু প্রক্রিয়ার প্রয়োজন হবে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই প্রক্রিয়ার অংশ।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, আনাদোলু
(ঢাকাটাইমস/২৭জুন/এমআর)

মন্তব্য করুন