প্রেসিডেন্টকে ‘কালো জাদু’ করার অভিযোগে মালদ্বীপে মন্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২৪, ১৫:৪৭| আপডেট : ২৭ জুন ২০২৪, ১৬:৩২
অ- অ+

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ফাথিমাত শামনাজ আলী সালিমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার ভারত মহাসাগরীয় দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী ফাথিমাত শামনাজ আলী সালিমকে রাজধানী মালে থেকে অন্য দুজনের সঙ্গে গ্রেপ্তার করা হয়। তদন্তের জন্য তাকে এক সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকতারা। তবে শামনাজকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে কোনো বিবরণ দেয়নি পুলিশ।

মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম দ্য সানও জানিয়েছে, ‘প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার দায়ে শামনাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে’।

মালদ্বীপের পুলিশ অবশ্য এই প্রতিবেদনটি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি।

প্রসঙ্গত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে বিদ্যমান দণ্ডবিধির অধীনে জাদুবিদ্যা করা কোনো ফৌজদারি অপরাধ নয়, তবে এই ধরনের কর্মকাণ্ডে ইসলামিক আইনের অধীনে ছয় মাসের কারাদণ্ড হতে পারে।

দেশটির নাগরিকরা ব্যাপকভাবে ঐতিহ্যবাহী নানা রীতি-নীতি পালন করে থাকে। তারা বিশ্বাস করে, কালো জাদুর মাধ্যমে তারা যেকোনো বিষয়ে জয়ী এবং প্রতিপক্ষকে অভিশাপ দিতে পারে।

২০২৩ সালের এপ্রিলে কালো জাদুর রীতি-নীতি পরিচালনা করার অভিযোগ দেশটির মানাধুতে তিন প্রতিবেশীর ছুরিকাঘাতে ৬২ বছর বয়সী এক নারী নিহত হয়েছিলেন। দীর্ঘ পুলিশি তদন্তের পরে এ বিষয়ে দেশটির মিহারু নিউজ সাইট গত সপ্তাহে রিপোর্ট করে।

সংবাদমাধ্যমটি পুলিশকে উদ্ধৃত করে বলেছে, হত্যার শিকার ওই নারী জাদুবিদ্যা করেছিলেন এমন কোনো প্রমাণ খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন তারা।

এর আগে ২০১২ সালে পুলিশ অফিসারদের ওপর ‘অভিশপ্ত মোরগ’ নিক্ষেপ করার অভিযোগে একটি বিরোধী রাজনৈতিক সমাবেশের ওপর দমন-পীড়ন চালিয়েছিল পুলিশ।

সূত্র: সাউথ চায়না মনিং পোস্ট

(ঢাকাটাইমস/২৭জুন/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা