নাইজেরিয়ায় বিস্ফোরণে নিহত ১৮

নাইজেরিয়ার উত্তর-পূর্ব বোর্নো রাজ্যে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
শনিবার একটি বিয়ের অনুষ্ঠানে সন্দেহভাজন বোমা হামলায় ছয়জন নিহত এবং অন্যদের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা গোওজা শহরে একটি বিয়ে, অন্ত্যেষ্টিক্রিয়া এবং হাসপাতালে হামলা চালায়।
বোর্নো রাজ্য ইসলামি জঙ্গি বোকো হারামের ১৫ বছরের বিদ্রোহের কেন্দ্রে রয়েছে, যা দুই মিলিয়নেরও বেশি লোককে বাস্তুচ্যুত করেছে এবং ৪০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে।বোকো হারাম ২০১৪ সালে বোর্নো রাজ্যের চিবোক শহর থেকে ২৭০ জনেরও বেশি স্কুল ছাত্রীকে অপহরণ করে আন্তর্জাতিকভাবে কুখ্যাত হয়ে ওঠে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে শিশু, প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী মহিলা অন্তর্ভুক্ত রয়েছে।
কিছু স্থানীয় মিডিয়া বেশি মৃত্যুর রিপোর্ট করেছে। ‘নাইজেরিয়ার ভ্যানগার্ড’ এবং ‘দিস ডে’ সংবাদপত্র জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।
হামলার পর সেনাবাহিনীর পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে।
কেউ হামলার দায় স্বীকার করেনি। গোজা ২০১৪ সালে বোকো হারাম দ্বারা দখল করা হয়েছিল এবং ২০১৫ সালে নাইজেরিয়ান বাহিন এটি পুনরুদ্ধার করে। কিন্তু তারপর থেকে গোষ্ঠীটি শহরের কাছে আক্রমণ এবং অপহরণ চালিয়ে যাচ্ছে।
গত নভেম্বরে প্রতিবেশী ইয়োবে রাজ্যে একটি অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার সময় বোকো হারাম বিদ্রোহীদের হাতে ২০ জন নিহত হয়।
পুলিশ জানিয়েছে, গ্রামবাসীরা তথাকথিত ফসলের কর দিতে অস্বীকার করার পর জঙ্গিরা গুরোকায়েয়া গ্রামে একটি অভিযানে ১৭ জনকে হত্যা করার একদিন পর এই হামলাটি ঘটে। সূত্র বিবিসি।
(ঢাকাটাইমস/৩০জুন/এফএ)

মন্তব্য করুন