গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৪, ১০:৪৩
অ- অ+

ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩৭ হাজার ৮৩০ ছাড়িয়ে গেছে। খবর বার্তাসংস্থা আনাদোলুর।

গত বছরের ৭ অক্টোবর হামাস নজিরবিহীন হামলা চালানোর পর থেকে চলা ইসরায়েলে হামলা চালিয়ে অঅসছে। এ পর্যন্ত প্রায় ৮৭ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার অবরুদ্ধ খাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা ৩৭ হাজার ৮৩৪ জনে পৌঁছেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, হামলায় আরও ৮৬ হাজার ৮৫৮ জন আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪০ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংস আক্রমণ চালাচ্ছে।

(ঢাকাটাইমস/৩০জুন/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা