নৌকার ইঞ্জিন বিকল হয়ে মেঘনায় ভাসতে থাকা সাত শিক্ষার্থী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৪, ১৬:৪১| আপডেট : ৩০ জুন ২০২৪, ১৬:৫৮
অ- অ+

নৌকার ইঞ্জিন বিকল হয়ে চাঁদপুরে মেঘনা নদীতে ভাসতে থাকা সাত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোনকলে সহায়তা চাওয়ার পর তাদের উদ্ধার করে নৌ পুলিশ।

শনিবার সন্ধ্যায় চাঁদপুর মেঘনা নদী থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।

তিনি জানান, সাত শিক্ষার্থী মিলে চাঁদপুরের বড় স্টেশন ঘাট থেকে নৌকায় মেঘনায় ঘুরতে গিয়েছিলেন। কিছুদূর যাওয়ার পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নদীর স্রোতে ভেসে চাঁদপুরের মেঘনা নদীর বহরিয়া নামক স্থানে চলে আসে তাদের নৌকা। ঢেউয়ের তোড়ে বিকল নৌকা তখন নদীতে নিয়ন্ত্রণহীন ভাসছিল। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জুয়েল রানা নামের একজন ফোন করেন। নিয়ন্ত্রণহীন নৌকায় থাকা ভীতসন্ত্রস্ত জুয়েল দ্রুত তাদের উদ্ধারে অনুরোধ করেন।

আনোয়ার সাত্তার বলেন, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আল-ইমরান। তিনি চাঁদপুর নৌ-পুলিশকে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলেন।

পরে চাঁদপুর নৌ-পুলিশ থানার একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে আটকেপড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।

ঢাকাটাইমস/৩০জুন/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা