হিজবুল্লাহকে ‘সন্ত্রাসবাদের কালো তালিকা’ থেকে বাদ দিল আরব লীগ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৪, ১৯:১৭| আপডেট : ৩০ জুন ২০২৪, ১৯:৪৯
অ- অ+

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। এই লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি শনিবার বলেছেন, “সদস্য রাষ্ট্রগুলো হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করার সিদ্ধান্ত নিয়েছে।”

একইসঙ্গে আরব লীগ হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করারও সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

২০১৬ সালের মার্চ মাসে আরব লীগ হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছিল। সে সময় আরব লীগ বলেছিল, সংগঠনটি মধ্যপ্রাচ্যে ‘উগ্রবাদ ও সাম্প্রদায়িক বিভাজন ছড়াচ্ছে এবং বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

কিন্তু লেবানন ও ইরাকের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পর হিজবুল্লাহর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল আরব লীগ।

শুক্রবার লেবাননের গণমাধ্যমগুলো জানায়, হোসাম জাকি ওই দিন লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সংসদীয় ব্লকের প্রধান মুহাম্মাদ রাদের সঙ্গে বৈঠক করেন। এটি ছিল এক দশকেরও বেশি সময়ের মধ্যে হিজবুল্লাহর সঙ্গে আরব লীগের প্রথম কোনো সরাসরি সাক্ষাৎ।

লেবাননের শিয়া মুসলমানদের প্রতিনিধিত্বকারী প্রধান দুটি রাজনৈতিক দলের একটি হিজবুল্লাহ।

ঢাকাটাইমস/৩০জুন/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা