কোপা আমেরিকা: জানা গেল কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষের নাম

পেরুর বিপক্ষে ২-০ গোলের জয়ে নিশ্চিত হয়েছিল ‘এ’ গ্রুপ থেকে সবার ওপরে থেকেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যাচ্ছে আর্জেন্টিনা। তখন থেকেই সমর্থকদের প্রশ্ন কোয়ার্টার ফাইনালে কারা হবে মেসির আর্জেন্টিনার পতিপক্ষ? এবার জানা গেলো তার উত্তর। ভেনেজুয়েলা আগেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। তবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, না রানার্সআপ, সেটা জানাই বাকি ছিল। রানার্সআপ নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে ভেনেজুয়েলা, তাদের সঙ্গী ইকুয়েডর। এই ইকুয়েডরের বিপক্ষেই কোয়ার্টার ফাইনাল খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
চলমান কোপা আমেরিকার ‘এ’ ও ‘বি’ গ্রুপের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। দুই গ্রুপ থেকে চারটি দল টিকিট কেটেছে কোয়ার্টার ফাইনালের। গ্রুপ ‘এ’ থেকে প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাদের সঙ্গী কানাডা। ‘বি’ থেকে কোয়ার্টার নিশ্চিত করেছে ভেনিজুয়েলা ও ইকুয়েডর।
এই চার দলই কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হবে। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন বা কনমেবলের নিয়ম অনুযায়ী গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন এবং ‘বি’ রানার্সআপ মুখোমুখি হবে নকআউট ম্যাচে। গ্রুপ ‘এ’ রার্নাসআপ এবং ‘বি’ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে দ্বিতীয় নকআউট ম্যাচে।
সেই হিসেব অনুযায়ী চলমান কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ‘এ’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘বি’ রানার্সআপ ইকুয়েডরের। আগামী ৫ জুলাই যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে দুই দলের ম্যাচটি।
এছাড়া দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কানাডা ও ভেনিজুয়েলা। ৬ জুলাই একই সময় আর্লিংটনে মুখোমুখি হবে দুই দল। এই দুই ম্যাচের জয়ী দুই দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে।
মেক্সিকোর বিপক্ষে জিতলে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ ছিল ইকুয়েডরের সামনে, মেক্সিকোর ক্ষেত্রেও কথাটা সত্য। কেননা দুদলের নামের পাশেই ছিল ৩ পয়েন্ট করে। ভেনেজুয়েলার ছিল ৬ পয়েন্ট। কিন্তু ভেনেজুয়েলা সেই সুযোগই দেয়নি। তারা জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্যভাবে। ইকুয়েডরের সমান পয়েন্ট সত্ত্বেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়েছে মেক্সিকো।
আর্জেন্টিনা ও ইকুয়েডর এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে। যেখানে আলবিসেলেস্তেদের জয়ের সংখ্যা নয়টিতে। বিপরীতে ইকুয়েডর জিতেছে কেবল তিনটি ম্যাচ। বাকি পাঁচ ম্যাড ড্র। কোপা আমেরিকায় দুই দলের একবারের সাক্ষাতে আর্জেন্টিনাই জয় পায়।
(ঢাকাটাইমস/০১ জুলাই/এনবিডব্লিউ)

মন্তব্য করুন