কুবিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নাট্য উৎসব

কুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৪, ২১:৪৮
অ- অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক নাট্য উৎসবের আয়োজন করেছে সংগঠনটি।

আগামী থেকে জুলাই বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তিনদিন ব্যাপী নাট্য উৎসব অনুষ্ঠিত হবে।

বুধবার সন্ধ্যায় নাট্য উৎসব নিয়ে সংবাদ সম্মেলন করে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সংবাদ সম্মেলন শেষে নাট্য উৎসবের লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানের আয়োজন সমূহের মধ্যে থাকছে- আন্তর্জাতিক নাট্য উৎসব ২০২৪, নবীনবরণ প্রবীণ বিদায় ২০২৪ এবং পুনর্মিলনী।

নাট্য উৎসবের প্রথম দিন ( জুলাই) থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'মাল্যদান' নাটকটি প্রদর্শন করবে। নাটকের নির্দেশনা করেছেন ইশতিয়াক আহমেদ এবং গুলশান পারভীন সুইটি।

দ্বিতীয় দিনে ( জুলাই) মৃণাল মুখোপাধ্যায় রচিত 'যুযুধান' নাটকটি প্রদর্শিত হবে। নাটকটি প্রদর্শন করবে কলকাতার নাট্য সংগঠন 'মছলন্দপুর ইমন মাইম সেন্টার' নাটকের নির্দেশনায় থাকবে জীবন অধিকারী। এছাড়াও ধীরাজ হাওলাদারের নির্দেশনায় ''একটি গাছ একটি প্রাণ দেখা'' মূকাভিনয় প্রদর্শিত হবে।

নাট্য উৎসবের শেষ দিনে ( জুলাই) সকাল ১০টায় পুনর্মিলনী এবং সন্ধ্যা ৬টায় নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে থিয়েটার কুবির সভাপতি

গুলশান পারভীন সুইটি বলেন, 'গত ১৪ এপ্রিল থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক যুগ পূর্ণ করেছে। যুগান্তরের এই সন্ধিক্ষণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমাদের পক্ষে বৃহৎ পরিসরে উদযাপন করার সুযোগ হয়নি। বর্তমানে আমরা থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূতি উপলক্ষে 'যুগান্তরের উৎসব' আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছি।'

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সংগঠনটি ১৩ বছরে পদার্পণ করলেও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় উৎসবটি - জুলাই অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/০৩জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ পরিবারের ৫ সদস্যের সম্পত্তি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা