একমাত্র ঈশ্বরের আদেশ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে: বাইডেন 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৪, ১৩:৩৬| আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৪:০৮
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, একমাত্র ‘সর্বশক্তিমান ঈশ্বর’ আদেশ দিলেই তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর বিষয়ে জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের দৌড় থেকে সরে যাচ্ছেন কি না এমন গুঞ্জনের মধ্যেই এমন বক্তব্য দিয়েছেন বাইডেন।

শুক্রবার নিজ শহর উইসকনসিনে ডেমোক্র্যাটিক পার্টির ভোটারদের একটি সমাবেশে যোগ দেন বাইডেন। সেই সময়ে কর্মসূচির এক ফাঁকে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে একটি সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়– ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর থেকে তার রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক পার্টির বেশ কজন সদস্য চাইছেন তিনি যেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এ প্রসঙ্গে তার সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া কী?

জবাবে বাইডেন বলেন, ‘যদি সর্বশক্তিমান ঈশ্বর আমার সামনে এসে আমাকে (প্রার্থিতা প্রত্যাহারের) আদেশ দেন, তাহলে আমি তা করতে পারি।’

স্টেফানোফোল্ড প্রশ্ন করেন, আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারবেন– আপনি ব্যতীত এমন কোনো নেতা এই মুহূর্তে ডেমোক্র্যাটিক পার্টিতে রয়েছেন কি না?

জবাবে বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমার থেকে কোনো ভালো প্রার্থী রয়েছে বলে আমি মনে করি না।’

এর আগে উইসকনসিনের ম্যাডিসনে এক সমাবেশে ৮১ বছর বয়সি বাইডেন সিএনএন-এর প্রেসিডেন্সিয়াল বিতর্কে তার বিপর্যয়কর পারফরমেন্সের বিষয়টিও স্বীকার করেন। তবে এর জন্য তিনি বিমান ভ্রমণজনিত ক্লান্তিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বাইডেন বলেন, ‘আমি আমার কর্মকর্তাদের কথা শুনিনি...এবং এরপর মঞ্চে আমি প্রায় ঘুমিয়ে পড়ছিলাম।’ এবিসির সাক্ষাৎকারেও তিনি ক্লান্তি ও ঠান্ডা লাগার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। খুব বাজে লাগছিল, এটা ছিল একটা বাজে পর্ব। মারাত্মক কিছুর লক্ষণ ছিল না।’ চিকিৎকরা তাকে বিতর্কের আগে কোভিড-১৯ পরীক্ষার পরামর্শও দিয়েছিলেন বলেও জানান বাইডেন।

এদিকে সমাবেশে ১৭ মিনিটের বক্তৃতা দেন বাইডেন, যেখানে তিনি ছিলেন বিতর্কের মঞ্চের চেয়ে অনেক বেশি সক্রিয়।

অন্যদিকে সাক্ষাৎকারটি বাইডেনের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ সম্পূর্ণ আলোচনা হয়েছে ‘আনস্ক্রিপটেড’। কোনো প্রশ্ন আগে থেকে তাকে সরবরাহ করা হয়নি। তাই ট্রাম্পের সঙ্গে বিতর্ক বিপর্যয়ের পর এই সাক্ষাৎকারটিকে তার জন্য ‘বড় পরীক্ষা’ বলে উল্লেখ করেছেন অনেকেই।

একাধিক মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী— তার প্রচার দল বলছে, আগামী কয়েকদিন বাইডেনের পুনঃনির্বাচনে লড়াই দৃঢ় হবে কিংবা ভেঙে যাবে। কারণ ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর তিনি যে সমর্থন হারিয়েছিলেন সেটিকে পুনরুদ্ধারের চেষ্টা করছেন তিনি।

সূত্র: বিবিসি,রয়টার্স

(ঢাকাটাইমস/০৬জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা