ইসরায়েলের পতন অনিবার্য, শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে: ইসলামিক জিহাদ

ইসরায়েলের পতন অবধারিত এবং গাজার প্রতিরোধ সংগঠনগুলো তাদের শেষ বুলেট পর্যন্ত লড়াই করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ (পিআইজে)।
শুক্রবার এক বিবৃতিতে ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা এই হুঁশিয়ারি দিয়েছেন। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এই বিবৃতি প্রচার করেছে।
তিনি বলেন, ‘শত্রুদের ভবিষ্যৎ হচ্ছে অনিবার্য পতন এবং এটি হচ্ছে কোরআনের ভাষ্য যার প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখি।’
আবু হামজা বলেন, ‘যখন আমরা আমাদের শত্রুদের দখলদার বলে উল্লেখ করি তখন তার মানে দাঁড়াই এই শত্রুর বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই করতে হবে।’
ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সব হিসাব-নিকাশ বদলে দিয়েছে উল্লেখ করে আবু হামজা বলেন, ‘ইসরায়েলের সেনারা এবং তাদের সাঁজোয়া যানগুলো এখন যেকোনো সময় যেকোনো স্থানে হামলার শিকার হতে পারে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভবিষ্যতে নিজের ক্ষমতা ধরে রাখা এবং দুর্নীতির বিচারের মুখোমুখি হওয়া থেকে নিজেকে বাঁচাতে এই যুদ্ধকে দীর্ঘায়িত করছেন বলে উল্লেখ করেন ইসলামী জিহাদ আন্দোলনের এই মুখপাত্র।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এ হামলায় হামাসকে সর্বাত্মক সহযোগিতা করে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ (পিআইজে)। এছাড়া গত প্রায় ৯ মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে হামাসের সঙ্গে একযোগে লড়াই করে যাচ্ছে গোষ্ঠীটি।
(ঢাকাটাইমস/০৬জুলাই/এমআর)

মন্তব্য করুন