দুর্নীতির দায়ে ইন্দোনেশিয়ার সাবেক কৃষিমন্ত্রীর ১০ বছরের কারাদণ্ড 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৪, ১৮:১৫| আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৮:৩১
অ- অ+

ইন্দোনেশিয়ার সাবেক কৃষিমন্ত্রী শাহরুল ইয়াসিন লিম্পোকে দুর্নীতির জন্য ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির দুর্নীতি দমন আদালত।​

বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় দুর্নীতি দমন আদালতের প্রধান বিচারক রিয়ান্টো অ্যাডাম পন্টোহ এই রায় দিয়েছেন। কারাদণ্ডের পাশাপাশি লিম্পোকে ৩০০ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া জরিমানা এবং প্রায় ১৪.৬ বিলিয়ন রুপিয়া ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

রায়ে বিচারক রিয়ান্তো অ্যাডাম পন্টোহ বলেন, ‘আসামি আইনত ও নিশ্চিতভাবে দুর্নীতির দায়ে দোষী প্রমাণিত হয়েছেন। সরকারি কর্মকর্তা হিসেবে তিনি ভালো উদাহরণ ছিলেন না। তিনি যা করেছেন তা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সরকারের প্রচেষ্টার বিপক্ষে অবস্থান নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছেন।’

প্রসিকিউটদের বরাতে স্থানীয় নিউজ চ্যানেল কমপাস টিভি বলেছে, লিম্পো নিজে এবং অন্যান্য কর্মকর্তাদের সম্পৃক্ত করে দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তির মাধ্যমে ৪৪ বিলিয়নের বেশি ইন্দোনেশিয়ান রুপিয়া আত্মসাত করেছেন বলে প্রমাণিত হয়েছে।

রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন লিম্পো। এসময় তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি আদালতের সিদ্ধান্তকে সম্মান করেন বলেও জানান লিম্পো।

লিম্পোর আইনজীবী জামালুদিন কোয়েবোয়েন এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের সাড়া দেননি।

এই মামলার অন্য দুই আসামি, কৃষি মন্ত্রণালয়ের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যেককে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে লিম্পো দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর মন্ত্রিসভার ষষ্ঠ মন্ত্রী ছিলেন যিনি দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছেন, যাদের দুর্নীতির মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে অক্টোবরে তার সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে তার বিশ্বাসযোগ্যতা ও সরকারকে দুর্নীতি মুক্ত করার উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছে।

এরআগে চলতি বছরের শুরুতে উইদোদোর সাবেক যোগাযোগ মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া ২০২১ সালে সামাজিক বিষয়ক ও মৎস্যসম্পদ মন্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছিল।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস, রয়টার্স

(ঢাকাটাইমস/১১জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল-যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩, শীর্ষে মোটরসাইকেল
সাবেক মন্ত্রী তাজুলসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা