সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তায় বিশ্বের সব রাষ্ট্রনেতাকে টপকে গেলেন মোদি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা বেড়েই চলেছে। বিশ্বের সব রাষ্ট্রনেতাকে টপকে গেছেন তিনি। এবার মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডেলে ১০ কোটি ফলোয়ারের মালিক হলেন মোদি, যেখানে ভারতের লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর ফলোয়ার মাত্র ২ কোটি ৬৪ লাখ।
এক্স (সাবেক টুইটার) এ যুক্ত হওয়ার মাত্র ১৫ বছরের মধ্যেই জনপ্রিয়তার শিখরে উঠলেন ভারতের টানা তিনবারের প্রধানমন্ত্রী মোদি।
এক্স হ্যান্ডেলে মোদির ফলোয়ারের সংখ্যা ১০ কোটি পার হলেও মোদি ফলো করেন মাত্র ২ হাজার ৬৭১ জনকে।
তথ্যানুযায়ী, ২০০৯ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে টুইটারে অ্যাকাউন্ট খোলেন মোদি। পরবর্তীতে ইলন মাস্কের মালিকানায় চলে যাওয়ার পর সেই টুইটার হয়ে এক্স। টুইটারে যোগ দেওয়ার মাত্র ১ বছরের মধ্যে মোদির ফলোয়ার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। জুলাই ২০২০ সালে এই সংখ্যা পৌঁছায় ৬ কোটিতে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য ইকোনমিক টাইমস, হিন্দুস্তান টাইমস
(ঢাকাটাইমস/১৫জুলাই/এফএ)

মন্তব্য করুন