নেপালে বাস দুর্ঘটনায় কেউ বেঁচে নেই, এখনো নিখোঁজ ৫৫

নেপালে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ৬৫ যাত্রীসহ দুটি বাস নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় কাউকে জীবিত খুঁজে পাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে উদ্ধারকারীরা। অনুসন্ধানকারীরা এখনো পর্যন্ত সাতটি মরদেহ খুঁজে পেয়েছে এবং এখনো ৫৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮৬ কিলোমিটার পশ্চিমে চিতওয়ান জেলার মদন-আশ্রিত হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার ৭২ ঘন্টা পরও কয়েকশ নিরাপত্তা কর্মী সোমবার ভোরে তল্লাশি অভিযান শুরু করে এবং নিখোঁজ থাকা ৫৫ যাত্রীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চিতওয়ান জেলার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা ভেশ রাজ রিজাল বলেন, ‘জীবিতদের খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের মনোযোগ মরদেহ উদ্ধারের দিকে।’
জেলার একজন সরকারি কর্মকর্তা খিমানন্দ ভূসাল বলেছেন, ‘নিখোঁজের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে জড়ো হয়েছেন, তারা তাদের প্রিয়জনকে জীবিত খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন এবং মরদেহ খুঁজে বের করার জন্য অনুরোধ করছেন।’
প্রসঙ্গত, প্রবল মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় নেপালে জুনের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ভূমিধসের পর সরকার প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসসহ মহাসড়কে রাতে বাস চলাচল নিষিদ্ধ করেছে।
সূত্র: রয়টার্স
(ঢাকাটাইমস/১৫জুলাই/এমআর)

মন্তব্য করুন