কুমিল্লায় শিক্ষার্থীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৬:৩১
অ- অ+

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও রেসকোর্স এলাকায় এই ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, দুপুর ১টায় কুমিল্লা নগরীর পুলিশ লাইনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে, আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরাও পাল্টা ইট পাটকেল ছুঁড়ে। এক পর্যায়ে, আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

এসময় কুমিল্লা পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটলেও পুলিশ এবং বিজিবির উপস্থিতি থাকলেও তারা তাদের নিরব ভূমিকায় দেখা গিয়েছে। এ সময় গুলি ও ককটেল নিক্ষেপের কারণে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে আশেপাশের বিভিন্ন বাসায় অবস্থান নেয়।

এর আগে, সকালে নগরীর কান্দিরপাড় জিলা স্কুলের সামনে থেকে পূর্বনির্ধারিত এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে, আন্দোলনরত শিক্ষার্থীরা কুমিল্লার প্রাণকেন্দ্র পূবালী চত্বরে অবস্থান করে ও এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ কুমিল্লা পুলিশ লাইনে অবস্থান করে। এছাড়া, সকাল থেকেই কুমিল্লা নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছিলো আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ব্যানারে অনুষ্ঠিত এ গণমিছিলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা ইবনেতাইমিয়া স্কুল, কুমিল্লা হাই স্কুল, কুমিল্লা মডার্ন স্কুলসহ কুমিল্লা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এসময় শিক্ষার্থীরা 'জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্তসহ আরো বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে।

কুমিল্লা জিলা স্কুলের ১৮ ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসেন বলেন, এটা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি। আমরা কুমিল্লা মহানগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার সাইদুর ইসলামকে একাধিক কল দিও পাওয়া যায়নি।

এর আগে শনিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) এর গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

(ঢাকা টাইমস/০৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
কিউইদের বিপক্ষে ‘এ’ দলের সহজ জয়
বঙ্গবন্ধু পরিষদের নেতার কাছে চাঁদা দাবি: কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার
হারিয়ে যাওয়া ২১টি মোবাইল প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো গেন্ডারিয়া থানা পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা