ব্রাহ্মণবাড়িয়ায় নানাবাড়িতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৪, ১০:৫৯
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- পৌর এলাকার চড়নাল গ্রামের রেজাউল ইসলামের ছেলে মাসুম মিয়া (৯) ও উপজেলার আকছিনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহিম মিয়া (১০)।

দুই শিশু সম্পর্কে খালাতো ভাই। তাদের মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, বৃহস্পতিবার ধর্মপুর গ্রামে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন জিতু মিয়ার দুই মেয়ে বিলকিছ বেগম ও লিপি বেগম। এরপর শুক্রবার সকাল ১১ টা থেকে নিখোঁজ হয় মাসুম ও তার খালাতো ভাই ফাহিম। তাদেরকে সারা গ্রামে খোঁজা হয়। খোঁজ না পেয়ে বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যায়।

এক পর্যায়ে সন্দেহবশত বাড়ির পাশের পুকুরে খুঁজতে নামে লোকজন। বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর পানির নীচ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। তাদের নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল বলে জানান স্বজনরা।

উদ্ধারের পর দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পারমাণবিক শক্তিধর ভারত-পাকিস্তানের মধ্যে কে এগিয়ে?
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
কিউইদের বিপক্ষে ‘এ’ দলের সহজ জয়
বঙ্গবন্ধু পরিষদের নেতার কাছে চাঁদা দাবি: কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা