বগুড়ায় ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ১৩:০৩| আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৪:০৬
অ- অ+

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে জুয়েল হোসেনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলতাবনগর কুহিল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম কফিজ উদ্দিন (৬৫)। তিনি উপজেলার আলতাবনগর কুহিল দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, ঘটনার দিন রাতে জুয়েল তার স্ত্রীকে মারধর করছিলেন। এসময় তার বাবা স্ত্রীকে মারধর করতে নিষেধ করেন। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে তার বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে দেয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুয়েলকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত জুয়েলকে আটক করা হয়েছে। আটককৃত জুয়েল প্রাথমিকভাবে তার বাবাকে হত্যার কথা স্বীকার করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
কিউইদের বিপক্ষে ‘এ’ দলের সহজ জয়
বঙ্গবন্ধু পরিষদের নেতার কাছে চাঁদা দাবি: কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার
হারিয়ে যাওয়া ২১টি মোবাইল প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো গেন্ডারিয়া থানা পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা