বগুড়ায় ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে জুয়েল হোসেনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলতাবনগর কুহিল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন রাতে জুয়েল তার স্ত্রীকে মারধর করছিলেন। এসময় তার বাবা স্ত্রীকে মারধর করতে নিষেধ করেন। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে তার বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে দেয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুয়েলকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত জুয়েলকে আটক করা হয়েছে। আটককৃত জুয়েল প্রাথমিকভাবে তার বাবাকে হত্যার কথা স্বীকার করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)

মন্তব্য করুন